মনির উদ্দিন সাদিক দারুস সুন্নাহ হাফেজিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষনা পুরস্কার বিতরন
মনির উদ্দিন সাদিক দারুস সুন্নাহ হাফেজিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষনা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বীনিয়া শাখার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রাং। এসময় তিনি বলেন, আমাদের এ শিক্ষা প্রতিষ্ঠান সম্পনূ ব্যতিক্রমধর্মী। এখানে শিক্ষার্থীদেরকে অত্যন্ত যতœসহকারে শিক্ষকমন্ডলীগণ পাঠদান করায়। এবং মনোড়ম পরিবেশে নিয়ত-শৃংখলা বজায় রেখে শিক্ষার্থীদের ক্লাশ করানো হয়। যার কারনে অতি অল্প সময়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এবারে শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত ভালো। তাই ভবিষ্যতে যেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিভাবে শিক্ষা অর্জন করে ফলাফল আরো ভালো করতে পারে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরও তাঁদের ছেলে-মেয়েদের প্রতি যতœ নিতে হবে। তবেই একজন শিক্ষার্থী কাঙ্খিত ফলাফলের মাধ্যমে দেশের সুনাম অর্জন করতে পারবে। আমরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, দেশ শিক্ষিত হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ন সহ ব্যাপক উন্নয়ন করেছেন। বছর শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন। শুধু তাই নয় শিক্ষার হার বাড়ানোর জন্য তিনি উপবৃত্তি, শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করছেন। তাই দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং দেশ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ সাব্বির হোসেন, ইমরান আলী, শামীম আলম, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম সহ প্রমূখ।