মাটিয়ান উত্তর পাড়া গ্রামে জীবানু নাশক ঔষুধ স্প্রে করালেন সাংবাদিক ফারুক হোসাইন
শিবগঞ্জ(বগুড়া)শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান উত্তর পাড়া গ্রামে সাংবাদিক মু ফারুক হোসাইন এ-র নিজ তহবিল থেকে পুরো গ্রামে জীবানু নাশক ঔষধ স্প্রে করালেন জাতীয় দৈনিক সংগ্রাম ও স্হায়ী দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক ফারুক হোসাইন।উক্ত স্প্রে করেন জনাব মোঃ অাব্দুল খালেক, জিয়াউর রহমান (জিয়া),এনামুল হক,সুজাউল ইসলাম,ময়েন,রুবেল অাহম্মেদ, ফাজাইল ইসলাম, অাসাদুল্লাহ অাল গালিব,লিটন, মমতাজ উদ্দিন,মানিক,ইউসুফ অালী,অাশিক,জাহিদ হাসান,লিমন,সাদিক,সিয়াম,রতন,রবিউল,মারুফ,সহ সুধী শুভাকাঙ্ক্ষী কমে প্রমূখ।