মালেশিয়ায় ৫বছরের শিশুকে যৌন নির্যাতন, আটক বাংলাদেশী
অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় মাত্র ৫ বছর বয়সী একটি মেয়ে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশীকে।
বুধবার এ ঘটনা ঘটেছে কোটা টিঙ্গি এলাকায়। স্থানীয় পুলিশ প্রধান রহমত ওথমান নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি বলেছেন, নির্যাতিত শিশুর মা সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে তাদের কাছে অভিযোগ করেন। অভিযোগে ওই মা বলেছেন, তার সেলুনে কাজ করতেন দু’জন বিদেশী নাগরিক। ঘটনার দিন তিনি তার মেয়েকে তাদের কাছে রেখে বিকাল ৩টার দিকে বাইরে যান। এর প্রায় আধা ঘন্টা পরে তার স্বামী ফেরেন দোকানে। সেখানে তিনি দেখতে পান ওই শিশুটিকে নিয়ে একজন কর্মচারী একটি কক্ষে অবস্থান করছে।
আস্তে আস্তে ঘটনা জানাজানি হয়। পিতামাতা তাদের কন্যাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদেরকে বলেছেন, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে। তিনি তাদেরকে এ বিষয়ক একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে বলেন।
এরপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় সালতান ইসমাইল হাসপাতালে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই বাংলাদেশীকে গ্রেপ্তার করে। তার বয়স ৩০ বছর। তাকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ওই বাংলাদেশীর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।