মেধাবীদের পুরস্কৃত করলে শিক্ষায় প্রতিযোগিতা বাড়বে –আমিনুল ইসলাম ডাবলু
এস আই শফিকঃ মেধাবীদের পুরস্কৃত করলে শিক্ষায় প্রতিযোগিতা বাড়বে এবং শিার মান ভাল হবে। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা ধুলার সুযোগ করে দিতে হবে। এতে করে শিাথীদের মেধা বিকাশ ঘটবে। গতকাল বুধবার বগুড়ায় রোজ ভেলী প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি ছাত্র/ ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজু, হাজেরা বেগম, সাজেদুল ইসলাম সুজন, এনামুল হক দুলাল, রোজ ভেলী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল করিম, এছাড়াও অত্র স্কুলের সকল শিক/ শিক্ষীকা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ কৃতি ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন।