মোকামতলায় গুজব নিরসন ও ডেঙ্গুর প্রকোপ থেতে বাঁচতে সচেতনতা মুলক অভিভাবক সমাবেশ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলার হরিপুর উদিয়মান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গুজব নিরসন ও ডেঙ্গুর প্রকোপ থেতে বাঁচতে সচেতনতা মুলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলার রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি এনামুল হক সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাও সাইফুল ইসলাম আকন্দ, আলহাজ্ব মোজাম্মেল হক, আলহাজ্ব নুরুল ইসলাম মন্ডল, মোফাজ্জল হোসেন, সাংবাদিক আব্দুল মোমিন খন্দকার প্রমুখ।
সভায় সাম্প্রতিক সময়ে আলোচিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পদ্মা সেতু নির্মানে কাল্লা কাটা গুজব বিরোধী বক্তব্য রাখেন বক্তারা।