বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মোজাম্মেল সভাপতি নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত, ৩১ জানুয়ারী বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্টিত হয়। ১৯৯ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১ টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ২০ টি পদে সভাপতি পদে মোজাম্মেল হক ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চপল সাহা পেয়েছেন ৬০ ভোট। সহ-সভাপতির ৩টি পদে আব্দুল মোত্তালিব মানিক (১১১ ভোট), জি এম ছহির উদ্দিন সজল (৯৪ ভোট), নাজমুল হুদা নাসিম (৮০ ভোট), সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আলম নয়ন ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম আজাদ ঠান্ডা পেয়েছেন ৩৭ ভোট। যুগ্ম সম্পাদকের ২টি পদে মাসুদুর রহমান রানা (৯৮ ভোট) ও এস এম কাওছার (৭৯ ভোট) কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (৯৩ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জে এম রউফ (৯২ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জাফর আহমেদ মিলন (৯৩ ভোট), পাঠাগার সম্পাদক পদে সাইফুল ইসলাম (৯০ ভোট) এবং কার্যনির্বাহি সদস্যর ৯টি পদে আমজাদ হোসেন মিন্টু (১০৫ ভোট) আব্দুস সালাম বাবু (১২১ ভোট) আব্দুর রহিম (৯১ ভোট), তোফাজ্জল হোসেন (১০১ ভোট) ,মোঃ সাজ্জাদ হোসেন পল্লব (৮৬ভোট), সবুর আল মামুন (৮৬ ভোট), রেজাউল হাসান রানু (১২৫ ভোট) সাজেদুর রহমান সিজু (১১৯ ভোট) মেহেরুল সুজন (৮৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।