মৌতলায় বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হল অমর একুশে ফেব্রুয়ারি
মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো অমর একুশে।গতকাল বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধি ফুলে ভরে উঠেছে শহীদ বেদী। অমর একুশে স্মরণে সকালে ইউনিয়নের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়, পানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরী বের করে এলাকার প্রধান প্রধান ষড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রঙ্গনে এসে আলোচনা সভা ও শহীদের মাগফেরাত কামনার মাধ্যমে শেষ হয়। উক্ত আলোচনা সভায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি আলহাজ্জ্ব আঃ রউফ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছাত্তারের পরিচালনায় মোবাইল ফনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। এসময় আরো বক্তব্য রাখেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারন সম্পাদক হুমায়ন কবীর হান্টুসহ সুধী ও সাংবাদিক বৃন্দ।