রানা প্লাজা চলচ্চিত্র মুক্তিতে বাধা নেই
পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘রানা প্লাজা’ এর দেশে-বিদেশে সম্প্রচার ও প্রদর্শনে বাধা নেই। এ ব্যাপারে হাইকোর্টের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার।
রানা প্লাজা চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম ২৪ আগস্ট একটি রিট আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটির প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।