Ultimate magazine theme for WordPress.

রায়গঞ্জে কিশোর প্রেমিক যুগল উধাও ৫ দিনেও উদ্ধার হয়নি

246

মোঃআব্দুল আলিম খাঁন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।     সিরাজগঞ্জে রায়গঞ্জের জয়ানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২জন শিক্ষার্থী প্রেমের টানে গত বৃহস্পতিবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, ধানগড়া ইউনিয়নের জয়ানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ভিকমপুর গ্রামের শুকুর আলী সেখের কন্যা মাসুদা(১৬) এর সাথে জয়ানপুর গ্রমের মৃত আবদুর রাজ্জাকের পুত্র জয়ানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির(১৭) এর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম বিনিময় চলার পর গত বৃহস্পতিবার স্কুলে আসার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। বাড়ির আত্মীয়স্বজন এবং তার পিতা-মাতা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। উধাও হওয়ার ৩ দিন পরও তাদের কোন সন্ধান না পাওয়ায় রায়গঞ্জ থানা পুলিশ ছাব্বির আহমেদ এর ফুফা জয়ানপুর বাজারের চা বিক্রেতা সজব আলী(৪৫) কে জিজ্ঞাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.