Ultimate magazine theme for WordPress.

রেকর্ড গড়লো বগুড়া জেলা পুলিশ, সাথে মেয়েরাও, শহরে উৎসবের আমেজ

412

‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য, ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে, আমরা সবাই আছি একসাথে’ স্লোগানকে সামনে রেখে ইতিহাস গড়লো বগুড়া পুলিশ। ছয় শতাধিক সাইকেল র‌্যালিতে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা’র নেতৃত্বে অংশ নেন ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত মেয়েদের সাইকেল র‌্যালিটি রেকর্ড গড়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন চত্বরে বেলুন উড়িয়ে সাইকেল র‌্যালির উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ উপস্থিত ছিলেন। এরপরপরই মেয়েরা সাইকেল চালিয়ে র‌্যালি শুরু করে। ডিসি ছিলেন ঘোড়ার গাড়িতে।

র‌্যালিতে সাইকেল সহ অংশ নেন পুলিশ সুপারসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

সাইকেল র‌্যালিটি দেখতে শহরের সাতমাথা সহ রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ ভিড় করেন এবং উৎসাহ দেন। র‌্যালিটি পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এসময় শহর জুড়েই উৎসবের আমেজ দেখা গেছে।স্থানীয়রা বলছেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা’র নেতৃত্বে ছয় শতাধিক মেয়েদের সাইকেল র‌্যালি বিশ্ব রেকর্ড গড়লো। এমন দৃশ্য বিশ্বের কোথাও দেখা যায়নি, এটিই প্রথম। 

 

Leave A Reply

Your email address will not be published.