শিবগঞ্জের আলীগ্রাম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানেঃ শরীফ সঞ্চয়
নামুজা (বগুড়া) প্রতিনিধি: ২৫ জানুয়ারি দুপুরে বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রাম আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা এবং দোয়া মাহফিল পরিক্ষা উপকরণ বিতারণ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এ.জি.এম গোলজার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হুসাইন শরীফ সঞ্চয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফজলুল বারী।
আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শাহিন আলম শাহীন, আব্দুল কুদ্দুস মিলন, আলিম উদ্দিন, হারুনুর রশিদ, আলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুল বারী, আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব শফিকুল ইসলাম। সহকারী শিক্ষক আমজাদ হোসেন, আমিনুল ইসলাম সহ অনেকে।
বিদায়ী ২৯ জন পরিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক গোলজার হোসেন।