শিবগঞ্জের জামুরহাটে লেদ মিশিনের দোকানে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবক নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির জামুরহাট মাহমুদিয়া ক্লোড ষ্টোরেজ সংলগ্ন গেটের সামনে দঃ বেলাই গ্রামের লেদ মিশিনের দোকানে ওয়েলন্ডিং কাজের সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় একাধিক বিশ্বাস্ত সূত্রে জানা যায়, ১২ অক্টোবর শনিবার দুপুরে বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট বন্দরে নিজের ওয়েলন্ডিং মেশিনের দোকানে কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত যুবক বুড়িগঞ্জ ইউপির জামুরহাট দক্ষিণ বেলাই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক এর পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২৮) বলে জানা গেছে