শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬৬ লক্ষাধিক টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টারঃ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১ নং মোকামতলা ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অত্র ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান মোট ১ কোটি ৬৬ লক্ষ ৯৮ হাজার ১শত ২ টাকার বাজেট ঘোষণা করেন।
জানা যায়, প্রতিবন্ধী ও নারী সহ বিভিন্ন খাতে বরাদ্দ রেখে ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজার ২শত ২ টাকার ব্যায় রেখে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সচিব টি.এম হেলাল হাফিজ, ইউপি সদস্য মোঃ আবু হানি মোল্লা, মোঃ ঠান্ডা মিয়া মন্ডল, মোঃ দুলাল মিয়া, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, আল আমিন, আঃ জলিল ফকির, শাহিনুর ইসলাম, পান্না আকন্দ, আল-আমিন, শাপলা বেগম, মর্জিনা বেগম, হেলেনা বেগম, উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।