শিবগঞ্জে ইরাকে চাকুরি দেওয়ার কথা বলে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে আটক ১
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে ইরাকে চাকুরি দেওয়ার কথা বলে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার কালাই উপজেলার ইটাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ আছিরুল ইসলামকে ইরাকে চাকুরি দেওয়ার কথা বলে সম্প্রতি তেঘরিয়া পাড়া (গুজিয়া) গ্রামের মৃতঃ মোজাহার আলীর ছেলে সোহেল রানা তাকে চাকুরি দেওয়ার কথা বলে সুকৌশলে কয়েক ধাপে ৬ লক্ষ টাকা গ্রহণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে টাকা উত্তোলনের চেষ্টায় ব্যর্থ হলে সে দিশকুল না পেয়ে অবশেষে গতকাল শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিক প্রতারক সোহেল রানা কে গ্রেফতার করে। এ ব্যাপারে আছিরুল ইসলাম বলেন টাকা ফেরৎ চাইলে অকথ্য ভাষায় গালি গালাজ ও ভয়-ভীতি দেখাচ্ছে এমনকি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে বলে হুমকি প্রদান করছে।