শিবগঞ্জে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের চককানু গ্রামের হত দরিদ্র তফির উদ্দিন এর ছেলে বাক প্রতিবন্ধী আঃ রহিম (২০) গত ৬ জুন উপজেলার কিচক বাজারে যায়। এর পর থেকে ওই প্রতিবন্ধী যুবক বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা অনেক খোজাখুঁজি করে। তার সন্ধান না পাওয়ায় অবশেষে তার ভাই কফিল উদ্দিন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডিতে তার ভাই উল্লেখ করেছেন বাক প্রতিবন্ধী যুবকের পড়নে নীল রঙ্গের লুঙ্গী ও খয়ারী রঙ্গের গেঞ্জি ছিল। তবে কোন সহৃদয় ব্যক্তি ওই প্রতিবন্ধী যুবকের সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৫০০৩৭০৬ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারে পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করেছেন। প্রতিবন্ধী ছেলের সন্ধান না পেয়ে তার পিতা-মাতা, আত্মীয়, স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ছে।