Ultimate magazine theme for WordPress.

শিবগঞ্জে ওয়ালটন গ্রুপের শাখা উদ্বোধন

431

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের হাসপাতাল গেট সংলগ্ন ওয়ালটন প্লাজা শাখা শোরুম গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধনকরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ রায়হান ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আজিজুল হক, ওয়ালটন গ্রুপের মোঃ আসলামুল হক, খোকন চক্রবর্তী, আবু তাহের সিদ্দিক, মির্জা শফিকুল ইসলাম, শিবগঞ্জ শাখা প্লাজার ম্যানেজার জাকিউল জনি, খোকন আহম্মেদ, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। পরে অত্র প্লাজায় বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে অত্র প্লাজা ম্যানেজার জাকিরুল ইসলাম জনি বলেন, প্রথম উদ্বোধনী দিনেই ওয়ালটনের সকল পণ্য সামগ্রী নগদ ও কিস্তির জন্য এই এলাকার জনগণের সারা পাওয়া গেছে। তিনি আরো বলেন, আশা করি অন্যান্য শাখার চেয়ে এই ওয়ালটন প্লাজার পণ্য সামগ্রী বেশি বিক্রয় হইবে।

Leave A Reply

Your email address will not be published.