শিবগঞ্জে কলেজ ছাত্রীর ৩য় দিনে অনশনে অসুস্থ্য অনন্যাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবীতে এক কলেজ ছাত্রীর ৩য় দিনে অনশনে অসুস্থ্য অনন্যাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ ছাত্রী অন্যনা বিয়ের দাবীতে নয়নের বাড়িতে অসুস্থ্য অবস্থায় রয়েছে। অসুস্থ্য অনন্যার শরীরের স্থানীয় ডাক্তার মতিয়ার রহমান সেলাইন দিয়ে চিকিৎসা দিয়েছেন। অনন্যা অনশনে থাকায় সে দিন দিন অসুস্থ্য হয়ে পড়ছে। অনন্যার সাথে অনশনের বিষয়ে জানতে চাইলে যে, সে জানাই নয়ন তাকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে সম্পর্ক করেছে। নয়ন যদি তাকে না বিয়ে করে তাহলে সে এভাবেই অনশন করে জীবন শেষ করে দিবে। অনন্যা আরো বলেন, নয়ন এর পরিবারের লোকজন আজ বুধবার বিকাল থেকে তাকে হুমকি প্রদান করছে যে, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তার নামে মিথ্যা মামলা দিবে। তাকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে টেনে হ্যাচড়ে বের করে দিবে । নয়ন পরিবারের লোকজনের হুমকিতে আরও বেশী অসুস্থ্য হয়েছে বলে জানায়।