শিবগঞ্জে কৃষকদের বাড়ি গিয়ে সরাসরি ধান কিনলেন ইউএনও
স্টাফ রিপোর্টারঃ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার সুলতানপুর, মীরেরচক, কলুমগাড়ী, শব্দলদিঘী, গাছুয়াপাড়া, কানুপুর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ১ হাজার ৪০ টাকা মন দরে সুলতানপুর গ্রামের আলহাজ্ব ইয়াছিন আলীর কাছ থেকে ১ টন, সুলতান নয়াপাড়া গ্রামের তজো প্রাং এর কাছ থেকে ১ টন ও কালিপাড়া গ্রামের লুৎফর রহমানের কাছ থেকে ১ টন করে ধান কিনলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, কাউন্সিলর আব্দুল মোমিন প্রমুখ। বাড়ি বাড়ি গিয়ে নির্বাহী কর্মকর্তা ধান কেনার সময় কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশাস প্রদান করেন। তিনি বলেন, প্রকৃত কৃষকরা যাতে সরকারি মূল্যে বিক্রি করতে পারে সে জন্য ইতিমধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হয়েছে।