শিবগঞ্জে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টঃ শিবগঞ্জ বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সাপ্তাহিক তূর্ণমূল বার্তা কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম, মফিজ উদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করেন।