শিবগঞ্জে চেক প্রতারণায় দায়ে মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল এখন জেল হাজুতে
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম চেক প্রতারণার দায়ে এখন জেল হাজুতে।
জানা যায়, উপজেলার মহাস্থান বারিদার পাড়া সাকাওয়াত হোসেন এর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম সুদামপুর গ্রামের শফিকুল ইসলাম ও শাহিন ইসলাম কে ব্যবসার কাজে অন্তর্ভূক্ত করার জন্য ব্যবসার লাভের প্রলোভন দিয়ে টাকা মোটা অংকের টাকা গ্রহন করে। পরবর্তীতে তারা জানতে পারে যে, ওই ব্যবসায়ী প্রতারণ করে তাদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এর প্রেক্ষিতে শফিকুল ও শাহিন ওই প্রতারক ব্যবসায়ীর নিকট থেকে টাকা চাইলে সে অগ্রণী ব্যাংক মহাস্থান শাখার চেক প্রদান করেন। তারা চেক নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন যে, তার একাউন্টে কোন টাকা নেই ও রফিকুল ইসলাম তাদের সহিত প্রতারণা করেছে। পরে প্রতারক ব্যবসায়ির নিকট টাকা চাইতে গেলে সে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তাল বাহানা ও হুমকি প্রদান করে। এর প্রেক্ষিতে শফিকুল ও শাহিন নিরূপাই হয়ে বিজ্ঞ আদালতে পৃথক পৃথক ২টি মামলা করেন। উক্ত মামলার পরি প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই প্রতারক রফিকুল ইসলাম টাকা না দেওয়ায় গত সোমাবার তাকে জেল হাজতে প্রেরণ করেন। এলাকার অনেকে জানান যে, রফিকুল ভূয়া চেক দিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে মামলার বাদী শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অনেক কষ্ট করে তাকে টাকা দিয়ে ছিলাম কিন্তু সে প্রতারণা করায় আমি পথে বসার উপক্রম হয়ে পড়েছি। আমি টাকা পাওয়ার আশায় বিজ্ঞ আদালতে মামলা করেছি। তবে এই প্রতারকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।