শিবগঞ্জে প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পারি জমালেন ২ সন্তানের জননী
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পারি জমালেন ২ সন্তানের জননী ।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মৃত্যু আব্বাছ আলীর পুত্র বোরহান উদ্দীন গত ২ বছর পূর্বে জীবন জীবিকা নির্বাহর করার তাগিদে দেশের বাহিরে যান। সে বাড়িতে না থাকায় তার স্ত্রীর দিকে কু-নজর পরে একই গ্রামের হাজী ওসমান গণির ছেলে আবু হাসানের। সে ওই প্রবাসীর স্ত্রীকে ফুসলাইয়া প্রেমের ফাঁদে ফেলে ও পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি উভয় পরিবার জানতে পেরে পারিবারিক ভাবে শাসন করে। কিন্তু গত বুধবার ওই প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী কে নিয়ে আবু হাসান অজানার উদ্দেশ্যে পারি জমাই। এ ব্যাপারে আবু হাসানের পিতা আলহাজ্ব ওসমান গণির সাথে কথা বললে, তিনি বলেন বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনে। তবে তিনি শুনেছেন যে, পার্শ্ববর্তী বাড়ির প্রবাসীর স্ত্রী কে নিয়ে তার ছেলে লাপাত্তা হয়েছে। এ বিষয়ে মেয়ের পিতা কিচক ঝালখুর গ্রামের মাজেদ আলী জানান, আমার জামাই দেশের বাহিরে থাকায় লম্পট আবু হাসান আমার কন্যাকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি জানিনা । শোলাগাড়ী গ্রামের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বৃদ্ধ জানান, আবু হাসান একজন লম্পট ও চরিত্রহীন। ঝালখুর গ্রামের এক বৃদ্ধ মহিলা বলেন, এখন মেয়েকে বিবাহ দিতে হবে আর একজন ফুটফুটে পুত্র সন্তান রেখে কিভাবে বোরহান উদ্দীন এর স্ত্রী অন্যের হাত ধরে চলে গেল।সন্তানদের ভবিষ্যতের কথাও ভাবলো না।