শিবগঞ্জে বহুল প্রত্যাশিত অর্জুনপুর ব্রিজ নির্মান উপলক্ষে মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত
এন আর নিউজঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত অর্জুনপুর ঘাটে ব্রিজ নির্মান উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ পৌর এলাকার ৬টি গ্রামের প্রায় ২ লক্ষ মানুষের প্রাণের দাবী অর্জুনপুর ঘাটে একটি ব্রিজ নির্মানের জন্য বিভিন্ন মহলে ধরণা দিয়েই যখন কোন এমপি কিংবা সাবেক মেয়ররা যখন ব্রিজ নির্মাণে ব্যর্থ তখন স্বাধীনতার পর উপজেলায় প্রথম নৌকা মার্কার বিজয়ী শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুরু হতে যাচ্ছে অর্জুনপুুর ব্রিজ নির্মানের কাজ। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে স্বপ্নের এ ব্রিজ নির্মাণ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। ব্রিজ নির্মাণের এই অসম্ভবকে সম্ভব করায় এলাকাবাসী শিবগঞ্জ পৌর মেয়রকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এব্যাপারে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যার দেশব্যাপি ব্যাপক উন্নয়ন যজ্ঞের অংশ হিসেবে পৌর এলাকাবাসীর বহুল প্রত্যাশিত ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। এবিষয়ে পৌরবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন মেয়র মানিক। রবিবার অর্জুনপুর ঘাটে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ব্রিজ নির্মানের স্পাইলিং কাজের সূচনা উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। এতে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ইন্টারপ্রাইজ এন্ড মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল জে.ভি’র স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম শফিক, পৌরসভা প্রকৌশলী রাসেদ হাসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল হক মোল্লা, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রউফ হেলাল, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম প্রমূখ।