স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৫ মে বিএনপির যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়েছিল। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার করায় অধ্যক্ষ মীর শাহে আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , দলের মহাসচিব সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন। তিনি বিএনপিকে আর গতিশীল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। অধ্যক্ষ মীর শাহে আলম উপজেলা বিএনপির সভাপতি পদ পুনরায় ফিরে পাওয়ায় বুধবার রাতে উপজেলা সদর সহ বিভিন্ন বন্দরে দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।