শিবগঞ্জে বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরৎ চাইলে বসত বাড়িতে হামলা
স্টাফ রিপোর্টার ঃ বগুড়ার শিবগঞ্জে বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায়, টাকা ফেরৎ চাইলে বসত বাড়িতে হামলা গৃহবধূ সহ ২জনকে মারপিট থানায় অভিযোগ।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, অত্র উপজেলার চিলইল গ্রামের মঞ্জুরুল আলম ফকির এর ছেলে এমরান হোসেন ফরহাদ গত ৬ বছর পূর্বে পার্শ্ববর্তী কিচক ইউনিয়নের বেলাই কারুন্ডা গ্রামের খিতিশ চন্দ্র দাস এর ছেলে উৎপল কুমার দাস কে অষ্ট্রিলিয়ায় চাকুরী দেবার কথা বলে ৬ লক্ষ টাকা গ্রহণ করে। গত কয়েক বছর পেরিয়ে গেলেও কয়েক দফায় টাকা ফিরত চাইতে গেলে টাকা ফেরৎ দিতে তালবাহানা করে। এক পর্যায়ে গত বুধবার রাত ৯ টার দিকে উক্ত ফরহাদ সহ কয়েকজন মটর সাইকেল নিয়ে তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে বাড়িতে থাকা উৎপলের মা বৃদ্ধা শ্রীমতি সিপাতী রানী ও তার ছোট ভাই বিধান কে মারপিট করে। এব্যাপারে উৎপল কুমার বলেন, সে রাতে আমি বাড়িতে ছিলাম না আমাকে না পেয়ে মা ও ভাইকে মারপিট করে আহত করে এবং এক পর্যায়ে তারা বাড়ির আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা সোনার জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে ফরহাদ বলেন, তাদের অভিযোগ সঠিক নয় আমি উৎপলের কাছ থেকে মটর সাইকেল বাবদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা পাবো, টাকা নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।