শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গৃববধুকে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে যৌতুক লোভি পাষন্ড স্বামী ।
গুরুতর জখমী গৃহবধু মোছা: হাপিনা খাতুন (৩৩) উপজেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিবরণে জানা গেছে, রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের হযরত আলীর ছেলে সফিকুল ইসলাম সবুজ তার স্ত্রীর পিতার নিকট থেকে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে। যৌতুকের টাকা এনে না দেয়ায় গতকাল বুধবার সকালে পাষন্ড স্বামী, শ্বাশুর, শাশুড়ী, ননদ, ননদাই মিলে ধারালো ছোরা দিয়ে মাথায় আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
গুরুতর আহত হাফিনা খাতুন গড় মহাস্থান গ্রামের হান্নান ফকিরের মেয়ে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।