শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রবীন সাংবাদিক বাবু রতন রায় গুরুতর আহত
স্টাফ রিপোর্টার সাজু মিয়াঃ বগুড়ার শিবগঞ্জের প্রবীন সংবাদিক বাবু রতন রায় গত রবিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত কাজের জন্য সিএনজি যোগে বগুড়া যাওয়ার সময় শিবগঞ্জ-মহাস্থান সড়কের পিঠাহাড়ীতলা নামক স্থানে পৌছিলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। বর্তমানে তিনি বগুড়া শহরের ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।