শিবগঞ্জে ৪ টি কৃষকের বাড়িতে হামলা ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন গৃহবধু সহ আহত ০৪
শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পল্লিতে ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক ০৪ কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন গৃহবধু মহিলা সহ আহত ০৪,হাসপাতালে ভর্তি হওয়ার আহত মহিলা পরিবা কে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে বিরোধ চলে আসায়, এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকাল অনুমান ০৩ টার দিকে মাটিয়ান গ্রামের আতিকুর রহমান,রতন ,আব্দুল কালাম গং এর সাথে তার প্রতিবেশী মোঃ মাহফুজার রহমান ,আব্দুল ওহাব, জহুরুল ইসলাম সোবহান আলী ,আফাজ উদ্দিন কৃষক মাঠে আলু লাগানো কাজে ব্যস্ত থাকায় সেই মহুর্তে আতিকুর গং মাদারগাছি ,আলাদিপুর ,মেদিনীপাড়া সহ বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫/২০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী সিএনজি মটর সাইকেল নিয়ে দেশীও অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ০৪ কৃষকের বাড়িতে হামলা করে ভাংচুর চালিয়ে নগদ টাকা স্বর্ণালংকার সহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে সন্ত্রাসী বাহিনীরা পালিয়ে যায়। এবং ৪ কৃষকের বাড়ীতে হামলা করে ভাংচুর চালিয়ে সহ প্রায় ২ লক্ষাধিকা টাকার ক্ষয়ক্ষতি করে সন্ত্রাসীরা নিরর্ভিগ্নে পালিয়ে যায়। এসময় গ্রামে নিরহ কৃষকরা চাতক পাখির মত তাকিয়ে থাকার মত তাদের করার কিছু ছিল না। এব্যাপারে আহত মাহফুজার রহমান এর সাথে কথা বললে তিনি জানান আমার জীবনের এধরনের হঠাৎ করে হামলা কখনো দেখিনি । আমরা বাড়ীতে থাকলে ঐ সন্ত্রাসীরা হয়তো বা আমাদেরকে মেরে ফেলতো। আল্লাহ যাহা করে ভালো জন্য করে। হামলাটা মহিলাদের উপর দিয়ে চলে গেছে। তবে আমাদের বাড়ীর মহিলাদের স্বর্ণংলকার সহ কিছু আলমারী,বিছানায় নিচে থাকা ৪টি বাড়ী থেকে প্রায় ২লক্ষাধিক নিয়ে গেছে। তিনি আরো বলেন এদের পিছনে ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রভাবশালী হওয়ায় তাদের এই হামলা ইঙ্গিত রয়েছে বলে আমার ধারনা। এদের বিচার হওয়ার দরকার, এরা এলাকায় আরো বড় ধরনের সন্ত্রাসীদায় ঘটনা ঘটাতে পারে । বিষয়টি নিয়ে বিবাদীদ্বয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। হামলায় আহত রাশেদা বিবি (৩৫), শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল হাসপাতালে গেলে কতর্ব্যরত ডাক্তার বলেন, রাশেদা মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়েছে । তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া রেফার্ড করা হতে পারে । বাকি ৩জন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।