শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের কমিটি গঠন
স্টাফ রিপোটারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার মসজিদ চত্বরে মুসল্লিদের সিদ্ধান্ত ক্রমে মোনায়েম হোসেন ইকবাল কে সভাপতি, আলহাজ্ব মোহায়মেনুল আনোয়ার পিন্টু কে সাধারণ সম্পাদক ও ডা. এম.এ তাহের মোল্লা কে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে নব-নির্বাচিত সভাপতি বলেন, এ কমিটি মসজিদের উন্নয়ন মূল কার্যক্রম পরিচালনা করবে এবং এই কমিটি আগামী ২ বছরের জন্য বহাল থাকবে।