শিবগঞ্জ পৌরসভায় মশা নিধন অভিযানের উদ্বোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আজ বুধবার বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে ফগার মেশিন দ্বারা মশা নিধোন অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, পৌর কাউন্সিলর ছাইফুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে পৌর মেয়র বলেন, পৌর শহর এলাকা মশা নিধন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পৌর এলাকার জনগণ কে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি পৌর এলাকার বসত বাড়ী সহ আশপাশের জলাবদ্ধতা সার্বক্ষনিক পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন।