শিবগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশ্চিন্ত আর নেই
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) নিশ্চিন্ত সরকার (৪৫) আর নেই। আজ মঙ্গলবার দূপূরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে বগুড়া শজিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিশ্চিন্ত সরকার উপজেলার উথলী গ্রামের পঞ্চানন সরকার এর ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শিক্ষক নিশ্চিন্তর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুল হক, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বর্তমান সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য বাবু রতন রায়, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আরেফিন হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিক্ষক তাজমিলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র অধিকারী প্রমুখ।