Ultimate magazine theme for WordPress.

শিবগঞ্জ সার্কেল অফিসের এএসআই দ্বিজেন্দ্র নাথ সড়ক দূর্ঘটনায় নিহত

523

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ সার্কেল অফিস এর এএসআই দ্বিজেন্দ্র নাথ (রিডার) শনিবার তার নিজ বাড়ি নীলফামারী কানিয়াখাতা গ্রাম থেকে কর্মস্থলে মটর সাইকেল যোগে আসার সময় বেলা ১.৫৫ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বলদী পুকুর বাস স্ট্যান্ডের দক্ষিণে তালারপাড় নামক স্থানে বিপরীথ দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে স্বজোড়ে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে নিহত হন। নিহত এএসআই দ্বিজেন্দ্র নাথ রিডার নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন কানিয়াখাতা গ্রামের চন্দ্র শেখর রায় এর ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সাথে কথা বললে তিনি দ্বিজেন্দ্র নাথ এর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত ছানোয়ার হোসেন,ওসি অপারেশন নান্নু খান, এসআই মোস্তাফিজার রহমান, এসআই শহিদুল ইসলাম, এসআই আহসান, এসআই আবু সাইদ, এসআই নজরুল কাজী, এসআই শারমীন, এসআই আনোয়ার, এএসআই আশরাফ, এএসআই মামুন, এএসআই এরশাদ-২, এরশাদ-১ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.