গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরগঞ্জে নিজ বাসভবনে দুবৃত্তদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্ররায় এমপি লিটনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে এমপির নিজ বাসভবনে তিনি গুলিবিদ্ধ হন বলে তার পরিবার জানিয়েছে।’
গাইবান্ধা সার্কেল-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে দুইজন লোক তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় একজন তাকে গুলি করেছে বলে শুনেছি। পরে দুইজনই পালিয়ে যান। দুর্বৃত্তদের পরিচয় জানা যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।