সমাজের বেদনায় !! গ্রেফতার বেদেনা।
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বেদেনা বেগম !! বয়স প্রায় ৩৩ বছর। বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম লেন এলাকার আব্দুল কাদের এর মেয়ে। নাম বেদেনা হলেও সে ছিলো সমাজের জন্য একটি বেদনাস্বরুপ। সে পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেদেনা বেগম এর ফিরিস্তি দেখলে তাকে মহিলা মাদক বড় মাপের ব্যবসায়ী বলা যায় , কারণ তার বিরুদ্ধে রয়েছে একাধীক মাদক মামলা যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। জামিনে ছাড়া পেয়েই সে বারবার মাদক বিক্রিতে জড়িয়ে পরে স্বাভাবিক ভাবেই। এবারও উপশহর ফাঁড়ির একটি দল বেদেনা বেগমকে গ্রেফতার করে। তার নিজ শয়ন ঘরের মধ্য বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
উপশহর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আমবার হোসেন এর নেতৃত্বে এসআই আব্দুল গফুর, এএসআই মেহেদী হাসান, এরশাদ আলী, এটিএসআই বদিউজ্জামান, আব্দুর রহমান, আনিসুর ও সোহেল রানা সহ একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালায়। বুধবার বেদেনার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।