সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় সনাতন চক্রবর্তী
সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনা বৃদ্ধি। সচেতনা বৃদ্ধি হলেই মানুষ অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে। পাশাপাশি অপরাধ দমন করতে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই অপরাধ দমন করা সম্ভব হবে।
বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী এসব কথা বলেন।
শনিবার (২১ জুলাই) বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও পৌর কাউন্সিলর খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, কমিউনিটি পুলিশিং বগুড়া শহর শাখার সভাপতি আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক বাবু তালুকদার, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
কমিউনিটি পুলিশিং ফোরামের শাজাহানপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান, সরকারি শাহ্ সুলতান কলেজের প্রক্তন শিক্ষক আমিনুল ইসলাম লাল মিয়া, সমাজ সেবক জাফরুল ইসলাম বাদল, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য মেজবাউল আলম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. সুকোমল চন্দ্র সরকার, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা জিয়াউল হক জুয়েল, ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ প্রমুখ।