সরকারী আজিজুল হক কলেজের মেধাবী ছাত্র বন্ধনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
আজিজুল হক বিপুল মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪ -১৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী বগুড়া সদরের গোকুল ইউনিয়নের গোকুল উত্তর পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র সদা হাস্যজ্জল মোঃ আলিফ আহম্মেদ বন্ধন আজ আর আমাদের মাঝে নেই। ১৯ /০৭/২০১৮ তারিখে আত্মীয়ের বিয়ে খেতে চট্টগ্রাম যাওয়ার পথে গরমে স্ট্রোক করে মারা যায়। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
আমি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাহাকে যেন বেহশত নসীব করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য্য ধরার ক্ষমতা দেন। তাহার অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ আছর মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন,মোকামতলা কেন্দিয় জামে মসজিদের খতিব মাওঃ আমিনুর রহমান। তার মৃত্যুতে মহাস্থান প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।