Ultimate magazine theme for WordPress.

সরকারী নিদেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করুন — জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল

181

আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খাঁন বলেছেন, সকল মুসলমানদের উচিৎ মসজিদে এসে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। তাহলেই পরিবার,সমাজ ও দেশে শান্তি বিরাজ করবে এবং আল্লাহর রহমত থাকবে আমরা যারা মুসলমান তারা নিজেরা নামাজ পড়বে এবং অপর মুসলমানকে নামাজের জন্য আহবান জানাবে। সরকারী নিদেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে এবং মহামারী করোনা ভাইরাস থেকে নিজে নিরাপদ থাকতে হবে এবং পরিবারকেও নিরাপদ রাখতে হবে। তিনি বৃহস্পতিবার ২০১৮-২০১৯ অর্থ বছরে এডিপির অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মসজিদে নামাজ পড়ার জন্য (কার্পেট) জায় নামাজ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা পরিষদের সদস্য, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, নামুজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউপি সদস্য আব্দুল বাসেদ সহ সদর উপজেলা বিভিন্ন মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মুসল্লীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.