সরকারের ৩ বছর পূর্তিতে কোম্পানীগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের উদ্যোগে মুজিব কলেজ প্রাঙ্গনে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, স্বাধীনতা ব্যংকার্স পরিষদের সদস্য ও জনতা ব্যংকের সিনিয়র অফিসার ফখরুল ইসলাম রাহাত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত আজিম জাবেদ, সাধারন সম্পাদক গোলাম হায়দার সুজন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মানিক, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজু এবং সাধারন সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
এসময় মিছিলে সকল নেতাকর্মীর শ্লোগানে মুখরিত হয় কলেজ প্রাঙ্গন।
কেএইচপি