সরেজমিন বার্তা সম্পাদকের উপর হামলায় মহাস্থান ডট কমের নিন্দা।
নিজেস্ব প্রতিবেদক:: চাঁদা না দেয়ার কারণে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়ার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে জনপ্রিয় অনলাইন দৈনিক মহাস্থান ডটকম এই বিষয়ে এক বিবৃতি দিয়ে নিউজ পোর্টাল এর সম্পাদক ও সরেজমিন বার্তার বগুড়া জেলা প্রতিনিধি নুরনবী রহমান বলেন, সাংবাদিকদের পর এবার সম্পাদকদের উপর হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সন্ত্রাসীরা। যা দেশ ও জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।