পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে শহরের বনানী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাংবাদিকরাও এতে অংশ নেয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলার সাংবাদিক সজিবুল আলম সজিব। বক্তব্য রাখেন, মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি আজিজ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, আরজেএফ বগুড়া জেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম জুয়েল।
বক্তারা বলেন, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি। বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের কাছে তুলে ধরি। আমরা সরকার বা আন্দোলনকারী, কারোই প্রতিপক্ষ নই। কিন্তু বারবারই আমাদের ওপর নগ্ন হামলা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক মহাস্থান ও বিটিভি নিউজ এর সম্পাদক নুরনবী রহমান,সাংবাদিক আব্দুল মতিন,ডাঃ রাসেল মাহমুদ, এম আই মিরাজ, জাকারিয়া রাজু, আবু সাঈদ, তাজুল ইসলাম, আবু হাসান, আব্দুল ওয়াদুদ, যোবায়ের হোসেন, মজনুর রহমান, হোসেন আলী, রাসেল মিয়া, শফিকুল ইসলাম, তোহা আহমেদ, আবির হোসেন, শিমুল সাদিক প্রমূখ।