Ultimate magazine theme for WordPress.

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের মানববন্ধন

492

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন করেন।

পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু. সামছুল হাসান মিরন, ফুয়াদ হোসেন, বিডিনিউজের আবু নাছের মঞ্জু, এশিয়ান টিভির তাজুল ইসলাম মানিক, সমকালের জেলা প্রতিনিধি (উত্তর) আনোয়ারুল হায়দার, সাপ্তাহিক নোয়াখালীর সম্পাদক মীর মোশাররফ হোসেন মিরন।

এসময় দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম হারুন, যুগান্তর স্টাফ রিপোর্টার মো.হানিফ, এনটিভি’র স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সংবাদ প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ফয়েজুল ইসলাম জাহান, নতুন দিন জেলা প্রতিনিধি এ.আর আজাদ সোহেল, আজকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন সুমন সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা শিমুলের হত্যাকারী শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

কেএইচপি

Leave A Reply

Your email address will not be published.