সাঘাটায় ৬০ বোতল ফেন্সিডিলসহ তিন যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সাঘাটা উপজেলায় ৬০ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। গত রোববার রাতে তাদের আটক করা হয়।
ফেন্সিডিল সহ আটককৃতরা হলেন, উপজেলার পদুমশহর স্কুল বাজার এলাকার সৈয়দ আলীর ছেলে আব্দুল হাই (৩২), টেপা পদুমশহর গ্রামের জহির উদ্দিনের ছেলে সবুজ (৩০) ও সাদুল্যাপুর উপজেলার শেরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফিরোজ মিয়া (২৭)।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আটকের বিষয়ে নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মাদকসহ রাতে সাঘাটা আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে সুজালপুর-ডাকবাংলা সড়কের বাকির খেয়াঘাট নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।