আবু বক্কর ছিদ্দিক পাভেল :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট প্রজেক্ট এরিয়ায় অনুষ্ঠিত সানরাইজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াফি জুটি এবং রানার্স আপ হয়েছে উই ফর ইউ। সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে রোববার রাতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে সন্ধ্যায় বসুরহাট পৌরসভা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান মিন্টুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ফখরুল ইসলাম রাহাত। আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ছায়দুল হক বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির, যুবলীগ নেতা আশ্রাফ তুষার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুর রশিদ বিপ্লব এবং সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। ফাইনালে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচে উই ফর ইউকে হারিয়ে ওয়াফি জুটি চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের স্পন্সর উই ফর ইউ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে সব ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার হাতে তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ।
কেএইচপি