সান্তাহারে দেশী মদের দোকানে র্যাবের অভিযানে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে দেশী মদের দোকানে র্যাব-১২ অভিযান পরিচালনা করে ১৩ জন মাদক সেবিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যককে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। বুধবার রাত ৯টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ
এ রায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার এএসপি
রওশন আলী, ডিএডি মজিবর রহমান, সান্তাহার রেলওয়ে থানার উপ- পরিদর্শক নজরুল ইসলাম।
কারাদন্ডপ্রাপ্তরা হলো: বগুড়ার আদমদীঘির কদমা গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে ইয়াছিন
(২২), সান্তাহার পৌর এলাকার পোওতা টিকুরির সিকান্দার প্রামানিকের ছেলে সাইফুল
ইসলাম (২৪), বশিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আল আমিন (১৮), ছাতনীর আব্দুর
রহিমের ছেলে সাজু (৩০), দোগাছীর মৃত তয়েজ উদ্দীনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫),
সান্দিড়ার মৃত মোখলেছুর রহমানের ছেলে শওকত আলী (৪১), উপর পোঁওতার বাপ্পা (৩২),
কলসার মৃত সাহেব আলীর ছেলে আব্বাস আলী (৫২), সাহেবপাড়ার হবিবর রহমানের ছেলে
বাবলু (৬১) ও নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে
সুজন (৩০), একই উপজেলার বঘড়া গ্রামের কোবায়েত সরদারের ছেলে শহিদুল (৩০),
চন্ডিপুর গ্রামের আহম্মদ আলী খোকার ছেলে জিল্লুর রহমান (৪৫), চন্ডিপুর গ্রামের
আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩২)।
বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী জানান, নিয়ম ভঙ্গ করে দেশী মদের
দোকানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা চোলাই মদ সেবন করছে এমন সংবাদের
বিত্তিতে অভিযান চালিয়ে ১৩জন মাদক সেবিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান
আদালতে তাদের হাজির করে প্রত্যহকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।