Ultimate magazine theme for WordPress.

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিদ্রোহীদের ধাওয়া খেলেন মুক্তাদির।

392

নিজস্বপ্রতিনিধি :সোমবার বেলা ৩ ঘটিকার সময় সিলেটের ব্যাস্ততম নগরী উপশহরের অভিজাত হোটেল রোজভিউতে বেগম জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উপর হামলার চেষ্টা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিদ্রোহীরা।স্থানীয় বরাতদিয়ে জানাযায়,সিসিক নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ সিলেট এসেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করার জন্য।পূর্ব নির্ধারিত সভাস্থল রোজভিউতে যোগদিতে বেলা ৩ টার দিকে আসেন খন্দকার মুক্তাদির।এসময় জামান বলয়ের নেতাকর্মীরা উৎপেতে পূর্বে থেকে অবস্থানরত ছিলো রোজভিউ হোটেলের নিচতলায়।এসময় খন্দরকার মুক্তাদিরের উপর হামলার চেষ্টা করাহলে তিনি দৌড়ে পালিয়েযান রোজভিউ হোটেলের ৩য় তলায়।পরবর্তীতে স্থানীয় পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে।আরিফুল হক চৌধুরী এসময় সংবাদ সম্মেলন ও সভা করার কথা থাকলেও এহেন ঘটনার জন্য নিজের বাস ভবনে সংবাদ সম্মেলণ করবেন বলে সাংবাদিকদের জানান।

Leave A Reply

Your email address will not be published.