সোনাইমুড়ীতে গাড়ী চাপায় পথচারী নিহত
জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটিবাহী পাওয়ারটিলারের চাপায় নাছির উদ্দিন (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী সড়ক দিয়ে বাংলা বাজারের দিকে মাটিবাহী একটি পাওয়ারটিলার বিপরীত দিক থেকে আসা পথচারী নাছির উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতৃর্ব্যরত চিকিৎসক নাছির উদ্দিনকে মৃত ঘোষনা করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।
এমআরআর/কেএইচপি