সোনাগাজীতে আসামীর হামলায় পুলিশ সদস্য আহত
ফেনী প্রতিনিধি :
ফেনী জেলার সোনাগাজীতে আসামির হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
জানা যায়, এদিন ভোরে সোনাগাজী থানার পুলিশ চরচান্দিয়া এলাকায় অভিযানে গেলে আসামিরা পুলিশ কনস্টেবল আবুল হোসেন (৫২) ও শফি উল্যাহকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় হামলাকারী জাহেদ (২২) ও তার বাবা আইয়ুবকে আটক করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
এম.এস.বি/কেএইচপি