Ultimate magazine theme for WordPress.

হার্ডিঞ্জ ব্রীজ থেকে পড়ে বগুড়ার ৪ বন্ধুর মধ্যে ১২ দিনেরও সন্ধান মেলেনি ১ বন্ধুর

426

বগুড়ার শিবগঞ্জে ৪ বন্ধু মধ্যে ২ জনের মৃত দেহ ও আহত অবস্থায় ১ জনের সন্ধান পাওয়া গেলেও অপর ১জনের সন্ধান ১২ দিনেও মেলেনি। এঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পরিবারের লোকজন জানায় গত ৮ ডিসেম্বর উপজেলার শোলাগাড়ী গ্রামের ৪বন্ধু পরিবারের লোকজনদের না জানিয়ে বেড়ানোর উদ্যোশ্যে বাড়ী থেকে বের হয়। এরা হলো জালাল উদ্দিনের ছেলে রবিউল (১৮), হাফিজুরের ছেলে হাকিম (১৬), রেজাউলের ছেলে রাকিবুল (১৫) ও শরিফুল ইসলামের ছেলে সাকিরুল (১৫)। গত ১৪ ডিসেম্বর শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রীজে চিত্রা এক্সপ্রেক্স ট্রেন থেকে পড়ে ২জন নিহত ও আহত অবস্থায় ১জনকে উদ্ধার করা হলেও অপর ১জনের সন্ধান এখন পর্যন্ত মেলেনি। সেই সময় রবিউল ও হাকিম নিহত এবং রাকিবুল আহত হয়েছিল। এখন পর্যন্ত সাকিরুল কোন খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারনা সাকিরুল নদীর মধ্যে পড়ে যেতে পারে।

Leave A Reply

Your email address will not be published.