১২০৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক
দিনাজপুর প্রতিনিধিঃ চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, র্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ খ্রিঃ ভোরে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন দিনাজপুর থেকে পার্বতীপুর মহাসড়কের নতুনবাজার বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে ১২০৪ (এক হাজার দুইশত চার) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী মোঃ সাগর হোসেন (৩৮), পিতা-মোঃ নুরু মিয়া, সাং-উত্তর সুজাপুর থানা-ফুলবাড়ি জেলা-দিনাজপুরকে আটক করে। জিঙ্গাসাবাদে উক্ত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায়ের সাথে তার সম্পৃক্ততার কথা র্যাবের নিকট স্বীকার করে। উক্ত আসামী আরও জানায় যে তিনি বিভিন্ন জায়গা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত । র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পার্বতীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংল্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।