৪০ টাকার জন্য মানুষ খুন বগুড়ায়
৪০ টাকার জন্য মানুষ খুন বগুড়ায়
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বাজারে মাত্র ৪০ টাকার জন্য এক ব্যক্তি খুন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম রাজা মোল্লা(৬০)। যশোপাড়া বাজারে তার অটোরিক্সা চার্জের গ্যারেজ রয়েছে। প্রতিদিনের মতো গতকাল একই এলাকার ইলিয়াস(৫৫) তার অটোভ্যান রাজার গ্যারেজে চার্জ দিয়েছিল। আজ সকালে রাজা গাড়ি নেয়ার সময় ইলিয়াসের কাছে টাকা দাবি করলে সে বলে টাকা দিয়ে দিয়েছে। কিন্তু রাজা বলে সে দেয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজা ইলিয়াসকে বেশ মারধোর করে। ইলিয়াস মার খাওয়ার কথা বাড়িতে গিয়ে বলে। কথা শুনে তার রড ছেলে মিস্ত্রি রবিউল(২৩) একটা লোহার রড হাতে নিয়ে বাবার মারের প্রতিশোধের জন্য বাজারে এসে রাজাকে পিটায়। রাজা মার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ইলিয়াস এবং তার ছেলে রবিউলকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।