৬ মাস প্রেম হঠাৎ আবদার প্রেমিকার কাছে,তারপরে শারিরীক সম্পর্ক বাঁকি কি আছে।
আপনি ৬ মাস প্রেম করছেন হঠাৎ আবদার করছেন আপনার প্রেমিকার কাছে যে,তার সাথে শারিরীক সম্পর্ক করবেন ?
মেয়েটা রাজি হল না কিন্তু কিছুদিনের জোরা-জুরিতে মেয়েটা রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূর্ন হল।
এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে,কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরিক্ষা দিয়েছে।
সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট কিন্তু এইটা ভাববেনা যে,আপনার অন্যায় আবদারের কথা।
আপনার কী অনেক খতি হত যদি আবদারটা এমন হত যে,তোমার হাতে আমার নামের উল্কি লিখো।এতেও মেয়েটা রাজি হয়ে যেত কিন্তু এতে উপকারটা হত এই যে চরিত্রে দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো।
মেয়েরা সব পারে কেন জানেন ?
মেয়েরা সব পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী,কারণ বোকা না হলে একজন ধর্ষক এর বউ থাকতো না,বোকা না হলে একজন ইভটিজারের বোন থাকতো না,বোকা না হলে নিজের শরীরকে বিলিয়ে আপনার ভোগ পন্য হত না,বোকা না হলে বৃদ্বাশ্রমে আশ্রয় নেওয়া মায়ের সন্তান থাকতো না।
পরিশেষে শুধু এটুকুই বলবো,না জেনে না শুনে কোন নারীকে অপবাদ দিচ্ছেন ?
সেই নারীকেই কিন্তু একদিন আমার আপনার মত কেউ মা ডাকবে।এটা বলবো না যে সব মেয়ে দুধে ধোয়া তুলসি পাতা তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না।
তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না।
আর মেয়েরা তোমরা ও একটু বুঝে শুনেই নিজেকে অন্যের হাতে তুলে দিও।
যদি ভূল হয় তোমাদের পাশে আছে নুুরনবী রহমান।